বিনোদন ডেস্ক : গাড়ি থেকে গুজরাটের জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের ভালসাদ জেলার পারদি নামক স্থানে নদীর পাড়ে পার্ক করা একটি গাড়ি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা থানায় খবর দেন। পরে পুলিশ এসে সেই গাড়ি থেকে একটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, মরদেহটি ভালসাদের জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারার।
গত শনিবার (২৭ আগস্ট) রাতে বৈশালী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তার স্বামী হিতেশ বালসারা। এরপর রোববার এই গায়িকার মরদেহ পাওয়া যায়।
ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, শ্বাসরোধের কারণে বৈশালীর মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে তার শ্বাসরোধ হয়েছে তা অজানা কারণ কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে ফরেনসিক বিভাগ কাজ করছে।
প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।
বৈশালীর দুই মেয়ে। তার স্বামী হিতেশও একজন শিল্পী।