গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন।

রায়ে একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম শরবেশ আলী (৩৬)। তিনি টাঙ্গাইলের বাগবাড়ি এলাকার কাসেম আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ভ্যানচালক শরবেশ আলী তার স্ত্রী শাহিদা বেগমকে (৩০) নিয়ে কালিয়াকৈরের মৌচাক আমবাগানের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

স্বামী শরবেশ প্রায় সময় স্ত্রীর কাছে টাকা চাইতো। টাকা না দিলে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো।

২০১৪ সালের ২ এপ্রিল রাতে স্বামী শরবেশ আলী স্ত্রীর কাছে ফের টাকা চান। কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে এক পর্যায়ে শরবেশ আলী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বিছানায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মামা ফরহাদ হোসেন বাদী হয়ে শরবেশ আলীকে প্রধান আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম শরবেশ আলীকে অভিযুক্ত করে ওই বছরের ৭ জুলাই গাজীপুর আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ৮জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তমিজ উদ্দিন আকন।

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপাঁচ বছর পর একসঙ্গে পপি-ইমন