গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের বড়বাড়ি এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মো. মিঠু (২৫) মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম ডা. আইউব হোসেন।

তিনি জানান, এ ঘটনায় বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

দগ্ধ চারজন হলেন- আল-আমিন (২৫), মো. আনোয়ার (৩০), মো. পারভেজ (৩১), ও মো. সিরাজুল ইসলাম (২৮)।

স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে একটি কাভার্ডভ্যান শতাধিক সিলিন্ডার নিয়ে বড়বাড়ি কুনিয়া এলাকার হাজী ওয়াহেদ আলী সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায় এবং সে আগুন সিএনজি স্টেশনে ছড়িয়ে পড়ে। এ সময় কাভার্ডভ্যান ও পাশে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আগুনের খবর পেয়ে ওই স্থানে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায় পাঁচজন দ্বগ্ধ হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশিরোপা জিততে পাকিস্তানের প্রয়োজন ১৬৪ রান
পরবর্তী নিবন্ধসুইজারল্যান্ডে বোরকা পরলেই লাখ টাকা জরিমানা