গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল-নবীনগর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।মঙ্গলবার সকাল থেকে এ যানজটে মহাসড়কটিতে আটকা পড়েছে শত শত যানবাহন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইল মির্জাপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে কালিয়াকৈর চন্দ্রা থেকে নবীনগর সড়কের প্রায় ১০ কিলোমিটার যানজটের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল সড়কে ভোরে সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ চলছে। এতে সড়কের দুই পাশ ভাঙা ও গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কটিও খানাখন্দরে ভরা। এ কারণে যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

 

পূর্ববর্তী নিবন্ধযেকোনো সময় কুলভূষণের ফাঁসি হতে পারে—শঙ্কা ভারতের
পরবর্তী নিবন্ধআইপিএল প্লে-অফের সময়সূচি