বিনোদন ডেস্ক:
উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক, পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার। ‘অল্প কথার গল্প গান’ নামে একটি বই লিখেছিলেন তিনি। ভাষাচিত্র প্রকাশনী থেকে বইটির প্রথম খণ্ড প্রকাশ হয়েছিল তার জীবদ্দশায়। মূলত তার মেয়ে দিঠি ও ছেলে উপলের উদ্যোগে প্রকাশক খন্দকার সোহেল বইটি প্রকাশ করতে আগ্রহী হন। গাজী মাজহারুল আনোয়ারের সংগীত, সিনেমা ও ব্যতি জীবনের নানা বিষয় বইটিতে উঠে এসেছে।
এর আগে এই প্রকাশনা সংস্থা থেকে বইটির চারটি খণ্ড প্রকাশিত হয়েছে। এবার এলো পঞ্চম খণ্ড। গেল ২৪ ফেব্রুয়ারি বইমেলার ভাষাচিত্র’র স্টলে লেখকের স্ত্রী জোহরা গাজী ও দুই সন্তান বইটির প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন। বাবার লেখা বইটি প্রসঙ্গে দিঠি বলেন, ‘বইমেলায় আব্বুর লেখা ‘অল্প কথার গল্প গান’ বইটির পঞ্চম খণ্ড প্রকাশ পেয়েছে। আব্বু আমাদের মাঝে নেই। কিন্তু আমি বিশ্বাস করি আব্বু তার লেখা গানের মাঝে শত শত বছর বেঁচে থাকবেন। আর যেসন গানের মধ্যেদিয়ে আব্বু বেঁচে থাকবেন সেসব গানের নেপথ্য কথাও উঠে এসেছে এই বইটিতে।
এসেছে সিনেমার গল্পও। শুরু থেকেই পাঠকের কাছ থেকে আমরা এই বইটির জন্য বেশ সাড়া পাচ্ছি। আশা করছি পঞ্চম খণ্ডতেও পাঠকের সাড়া মিলবে।’
গাজী মাজহারুল আনোয়ার ২০২২ সালের ৪ সেপ্টেম্বর দুনিয়ার মায়া ত্যাগ করেন। তিরি রেখে গেছেন দীর্ঘ এক বর্ণিল কর্মমুখর জীবন। প্রায় ২০ হাজার গান রচনা করে বিস্ময় তৈরি করেছেন তিনি। চলচ্চিত্র নির্মাতা হিসেবে উপহার দিয়েছেন বেশ কিছু চলচ্চিত্র।