গাইবান্ধা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বন্যাদুর্গত গাইবান্ধায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার কিছুক্ষণ পর তাকে বহনকারী হেলিকপ্টারটি গাইবান্ধায় অবতরণ করে। এছাড়া গাইবান্ধা থেকে আজই বন্যাকবলিত বগুড়ার সারিয়াকান্দি যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

গাইবান্ধা প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতিমধ্যে ত্রাণ বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বন্যাদুর্গত মানুষ ত্রাণ সহায়তা পেতে সকাল থেকেই অপেক্ষমান।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীলাব্রত কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানিয়েছেন, বন্যাকবলিত মানুষদের সরকার ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী বন্যার্তদের খোঁজ নিতে আসছেন ও তাদের ত্রাণ দিবেন। প্রধানমন্ত্রীর সফর সফলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীসমাজ ও বন্যা ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উদ্দেশে রওনা হবেন। সেখানেও তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধমধুপুরে নির্যাতনের পর তরুণীকে হত্যা
পরবর্তী নিবন্ধগুলিবিদ্ধ হয়ে অনুপ্রবেশের পর চমেকে রোহিঙ্গার মৃত্যু