পপুলার২৪নিউজ ডেস্ক:
গলার স্বর বসে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই আতংকিত হওয়ার কিছু নেই। একে বলা হয় Protective response to trouma অর্থাৎ শরীর বলছে গলার ওপর অতিরিক্ত চাপ পড়ছে তাই রেস্ট দরকার, হাঁটতে গেলে পায়ে ব্যথা হলে আমরা যেমন হাঁটা বন্ধ করে বসে পড়ি, তেমনিভাবে গলার স্বর বসে গেলে আমাদের উচিত কথা বলা বন্ধ করে দেয়া।
দুর্ভাগ্যজনক আমরা সাধারণত এর উল্টোটা করে থাকি। এমন হলে জোরে জোরে কথা বলার চেষ্টা করা উচিত নয়। ফিস ফিস করে কথা বলাও উচিত নয়, এতে গলার ওপর আরও বেশিমাত্রায় চাপ পড়ে। কথা বন্ধ রাখা ২-৩ সপ্তাহ পালন করা দরকার।
ডাক্তারের সঙ্গে পরামর্শ করে গলায় ইনফেকশন আছে কিনা তা চেক করা দরকার।
এ ছাড়া পেটের এসিড গলায় চলে এলেও যাকে রিফ্লাক্স ইসোফ্যাজাইটিস বলে তা থেকেও গলার স্বর বসে যেতে পারে। দুই সপ্তাহেও গলার স্বর সম্পূর্ণ বা মোটামুটি নিরাময় না হলে গলায়
এন্ডোসকোপ করে দেখা উচিত কোনো নডিউল, পলিপ, ইডিমা, টিউমার আছে কিনা। এগুলো মাইক্রোসার্জারির মাধ্যমে সম্পূর্ণ নিরাময় সম্ভব। বলে রাখা ভালো গলার ক্যান্সার থেকেও এ সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেয়া উচিত।