পপুলার২৪নিউজ ডেস্ক:
শীতে বেশিরভাগ সময়ই জুতা পরে কাটালেও এখন সময় স্যান্ডেলের। আর স্যান্ডেল পরার জন্য পায়ের সৌন্দর্য রক্ষায় নিতে হয় বাড়তি সতর্কতা।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে পা সুন্দর রাখার জন্য সহজ পন্থা তুলে ধরা হয়।
এক্সফলিয়েট: ঝামাপাথর দিয়ে দুদিন পরপর গোড়ালি ঘষতে হবে। এতে জমে থাকা বাড়তি চামড়া এবং মৃত কোষ দূর হবে। এক্ষেত্রে পা কিছুক্ষণ কুসুম গরম পানিতে শ্যাম্পু গুলিয়ে ভিজিয়ে রাখুন। ময়লা আলগা হলে সহজেই উঠে আসবে। এছাড়া বডি স্ক্রাবার দিয়েও পায়ের উপরের ত্বক পরিষ্কার করতে হবে। তবে কখনও বাড়তি চাপ দিয়ে পা ঘষা ঠিক হবে না, এতে ত্বকের ক্ষতি হতে পারে।
ফাটা ত্বকের যত্ন: স্যান্ডেল পরার জন্য পায়ের ফাটাভাব দেখা গেলে মোটেও ভালো লাগবে না। তাই রাতে ঘুমানোর আগে এবং দিনে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সব থেকে ভালো হয় গোসলের পরপরই ভেজা ত্বকে ময়েশ্চারাইজার লাগালে। এতে পায়ের আর্দ্রতা বজায় থাকবে।
নখ কাটা: পায়ের নখ অতিরিক্ত বড় হয়ে গেলে দেখতে মোটেও ভালো লাগবে না। তাই সুন্দরভাবে কেটে আকার ঠিক রাখতে হবে।
অবাঞ্ছিত লোম দূর করা: পায়ের আঙুলে অনেক সময় লোম বড় হয়ে যায়, যা দেখতে মোটেও ভালো লাগে না। তাই গরমের সময় এই লোম ‘ট্রিম’ করে নিতে হবে। এছাড়া শেইভ বা ওয়্যাক্সিংয়ের মাধ্যমেও লোম দূর করা যেতে পারে।
সব শেষে নখে পছন্দ মতো নেইল পলিশ লাগিয়ে নিন। এতে পায়ের নখের স্বাভাবিক রংয়ের অসমতাও ঢেকে রাখা যায়।