গফরগাঁওয়ে ‘যমুনা এক্সপ্রেস’ লাইনচ্যুত, বিকল্প লাইনে ট্রেন চলছে

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলস্টেশন এলাকায় ‘যমুনা এক্সপ্রেসের’ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকলেও পরে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল ৬টার দিকে উপজেলার স্টেশনের হোম সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।

গফরগাঁওয়ের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার মো. আলাউদ্দিন জানান, সকাল ৬টার দিকে ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ বিকটশব্দে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় ঢাকার সঙ্গে ময়মনসিংহের তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।

পরে সকাল ৯টার দিকে বিকল্প পথে ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটির লাইনচ্যুত দুটি বগি রেখে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতকাজ শুরু করেছে। লাইনচ্যুত বগি দুটি মেরামত করতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান স্টেশনমাস্টার।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানো সেই যুবক আটক
পরবর্তী নিবন্ধবগুড়ায় বাসচাপায় পিতা-পুত্রসহ নিহত ৩