পপুলার২৪নিউজ প্রতিবেদক:গত অর্থবছরে (২০১৮-১৯) শুধুমাত্র সরকারি যানবাহন চালানো বাবদ সর্বমোট ১১১ কোটি ২৩ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, নির্ধারিত সিলিং-এর মধ্যে জ্বালানি ব্যয় সীমাবদ্ধ রাখার জন্য সংশ্লিষ্ট দফতর এবং সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে কাজ পরিদর্শনে সরকারি যানবাহনের পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য সরকারি কর্মচারীদের উৎসাহিত করা হচ্ছে।
সোমবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান ফরহাদ হোসেন।