গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আন্দোলনও বৃথা যাবে না: রিজভী 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের কাছে সরকার যেভাবে মাথা নত করেছে তাতে যুবক, যুবতী, তরুণ-তরুণীসহ সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়া, দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠার ন্যায্য আন্দোলনও বৃথা যাবে না।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকারের চিন্তাই হলো ভোট ছাড়া আবারো কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়, কিভাবে বিনা ভোটে আবারো প্রধানমন্ত্রী হওয়া যায়, সেই পথ নকশা এঁটেই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাল নথির মিথ্যা সাজানো মামলায় কারাগারে বন্দী করে রাখা হয়েছে।

রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি কী জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন? আপনি তো নিজের ভোটও নিজেকে দেননি। দেশ পরিচালনা করতে আপনাদের তো জনগণের ভোটের প্রয়োজন হয় না। আপনাদের মুখে জনগণের নিকট ভোট চাওয়ার কথা রসিকতা ছাড়া আর কিছুই নয়।

রিজভী দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধকাটার মাস্টারের প্রশংসায় রোহিত শর্মা
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখে ইভ টিজিং প্রতিরোধে বিশেষ টিম: র‍্যাব ডিজি