খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জিয়া সানা ওরফে হাতকাটা জিয়া নিহত হয়েছেন। শুক্রবার ভোরে হরিণটানার সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের ৫ সদস্যও আহত হয়। জিয়া চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় একদল ডাকাত কৈয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা ৫ রাউন্ড গুলি করে। গুলি বিনিময়ের একপর্যায়ে জিয়া গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যান।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, নিহত হাতকাটা জিয়ার বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। মরদেহ খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।