খুলনার সঙ্গে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার পোড়াদহে রাজশাহীগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন ছিল।

তবে এ ঘটনার ১১ ঘণ্টা পর শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ডাউন সাইডের লাইনে আংশিকভাবে রেল চলাচল শুরু হয়েছে।

পোড়াদহ রেলওয়ের স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানান, সাগরদাঁড়ী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় আটকে পড়া ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি ওই স্টেশন দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

তবে ওই লাইনে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়।

শরীফুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহীগামী সাগরদাঁড়ী একপ্রেস পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে হঠাৎ করে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি জানান, শনিবার সকাল থেকে ডাউন সাইডের লাইনে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে আটকে পড়া ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ওই স্টেশন থেকে ছেড়ে যায়।

এদিবে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে রিলিফ ট্রেন এসে মেরামতে কাজ করছে। ওই লাইনে পুরোপুরি রেলযোগাযোগ স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানান ওই স্টেশন মাস্টার।

 

পূর্ববর্তী নিবন্ধপুলিশের শটগানে ঢাকা শিক্ষা বোর্ড সচিব গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধব্রাসেলসে সেনাদের ওপর চাপাতি হামলা