খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭৪০ জনের শরীরে। এর আগে, মঙ্গলবার এই বিভাগে ৭৫৩ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের বিভাগীয় করোনা প্রতিবেদনে উল্লেখ বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ায়। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭৪০ জনের শরীরে। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ২০০ জনের করোন শনাক্ত হয়। এছাড়া কুষ্টিয়াতে ১৩২ ও যশোরে ১১১ জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে।
এছাড়া বাগেরহাটে ৩৯ জন, সাতক্ষীরায় ৫২ জন, ঝিনাইদহে ৬০ জন, চুয়াডাঙ্গায় ৭৪ জন, নড়াইল ২০ জন, মাগুরায় ২২ জন ও মেহেরপুরে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬০ জন।