শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গুম, খুন, অপহরণ ও জুলুম নির্যাতনবিরোধী মানবাধিকার কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টি এই কনভেশনের আয়োজন করে।
খায়রুল হকের উদ্দেশে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, যিনি পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রক্ষা করে আসলেন, এখন তিনি কোন মুখে বলছেন, এই রায় ভুল হয়েছে আর্টিক্যাল ৯৬ মার্শাল’ল এর অধীনে করা হয়েছিল। সুতরাং এটাকে রাখাটা ঠিক হয়নি। তাহলে আপনি কেন মার্জনা করেছিলেন। আপনি পঞ্চম সংশোধনীর রায়ে সেটা কেনো বাতিল করে দিলেন না? এটা তার ডাবল স্ট্যান্ডার্ড, ট্রিপল স্ট্যান্ডার্ড। এটা হলো একটা জুডিশিয়াল ক্রাইম। এবিএম খায়রুল হক হ্যাজ কমিটেড ইন জুডিশিয়াল ক্রাইম। এটা বিচারিক একটা অপরাধ তিনি করেছেন। সারা জাতির কাছে তার মার্জনা চাওয়া উচিত্, ক্ষমা চাওয়া উচিত।
মওদুদ বলেন, বর্তমান সরকারের একজন বেতনভুক কর্মকর্তা হিসেবে তিনি (বিচারপতি খায়রুল হক) আজকে সরকারের দালালিতে নেমেছেন যেটা আমাদের সরকারি আচরণবিধির পরিপন্থী। তার উচিৎ হবে অবিলম্বে পদত্যাগ করা।
মওদুদ আহমদ বলেন, সরকারি দল এত দিন বলে এসেছে- বিচার বিভাগ স্বাধীন এবং তারা স্বাধীনভাবে কাজ করে আসছে। দেশের উচ্চ আদালত স্বাধীনভাবে কাজ করে কারণ তারা নিরপেক্ষ। কিন্তু সংবিধানের ষোড়শ সংশোধনীর বাতিলের পূর্ণাঙ্গ রায়ের পর ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে তারা (সরকারি দল) বিচার বিভাগে বিশ্বাস করে না।