খালেদা জিয়ার স্থায়ী জামিন আবেদন খারিজ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার করা স্থায়ী জামিনের আবেদন খারিজ করে আগামী ২৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চতুর্থ দিনের মতো আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দেন খালেদা জিয়া।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে আদালতে হাজির হন বিএনপি নেত্রী। এর পর তার আইনজীবীরা স্থায়ী জামিনের আবেদন করেন। পরে আবেদনের ওপর শুনানি শুরু হয়।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক।

 

পূর্ববর্তী নিবন্ধকম বেতনেই লংকান কোচ হচ্ছেন হাথুরু
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা নারী-শিশুর পক্ষে সোচ্চার জোলি