পপুলার২৪নিউজ প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি আজ পাওয়া যাবে না। বৃহস্পতিবার রায়ের সার্টিফায়েড কপি পাওয়া যাবে বলে আশাবাদী খালেদা জিয়ার আইনজীবীরা।
বুধবার বিকালে খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
খালেদা জিয়ার অপর আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি বিচারক স্বাক্ষর করে টাইপিংয়ের জন্য দিয়েছেন। বৃহস্পতিবার সার্টিফায়েড কপি পাওয়া যাবে বলে আশাবাদী তারা।
বুধবার বিকাল ৪টার দিকে রায়ের কপি দেয়ার কথা ছিল। আদালত সূত্র জানিয়েছিল, খালেদা জিয়ার রায়ের কপির কাজ দ্রুত গতিতে চলছে। আশা করছি, বুধবার বিকাল ৪টার দিকে রায়ের কপি দেয়া যাবে।
বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।