বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশের জন্য ২৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান পরোয়ানার বিষয়ে আদেশের জন্য ওই দিন ধার্য করেন। এ দিন আদেশের জন্য ধার্য ছিল। বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ আসামির গ্রেফতারি পরোয়ানা চেয়ে আদালতে শুনানি করেন।
শুনানিতে তিনি বলেন, এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এর আগেও এ মামলায় আদেশের জন্য ছয়টি ধার্য তারিখ পার হয়েছে।খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৃদেয়ার জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রোববার তা দেয়ার দিন ছিল। কিন্তু এদিন পুলিশ দেয়নি। এজন্য ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন পরবর্তী ওই দিন ধার্য করেন। হরতাল-অবরোধে ৪২ জনকে পুড়িয়ে হত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি করা হয়। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি করেন।