জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বিএনপি নেত্রী খালেদা জিয়া কখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। আদালতে ৫০-৬০ বার হাজিরার দিন ধার্য থাকলেও তিনি মাত্র ৮ থেকে ১০ বার হাজির হয়েছিলেন। এখন শেষ সময় এসে নিরূপায় হয়ে আদালতে হাজির হচ্ছেন।
শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি আরো বলেন, অতীতে তিনি যে আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন সেটা থেকে বিরত থাকবেন, এটাই জণগনের আশা।
হানিফ বলেন, এ (বিএনপি)দলটির জন্মই একটা বেআইনী পন্থায়, সামরিক ছাউনিতে বসে। সেই দলের নেতা কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না এটাই স্বাভাবিক।
বিএনপির জন্মই বেআইনি পন্থায়, তাই সেই দলের নেত্রী ও কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না এটাই স্বাভাবিক।
মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ ছাত্রলীগ, যুবলীগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।