পপুলার২৪নিউজ ডেস্ক:
কুইন্স অ্যান্ড আইপ্যাড নামের তিন তারকা মানের ওই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করা অ্যাপল আইপ্যাডটি বিশেষ একটি আবরণে ভরা থাকে যার কারণে ওপরে পরিবেশন করা খাবারের সঙ্গে এর কোনো ছোঁয়া লাগে না। তবে একই ধরনের রেস্তোরাঁ যুক্তরাজ্যেও আছে। সেখানকার ওই রেস্তোরাঁয় অবশ্য সরাসরি আইপ্যাডের ওপরই খাবার বেড়ে দেওয়া হয়।
কুইন্স অ্যান্ড আইপ্যাড নামের মার্কিন রেস্তোরাঁটিতে প্লেট হিসেবে ব্যবহারের জন্য মোট ২০টি আইপ্যাড রয়েছে।
প্রতিষ্ঠানের একজন বাবুর্চি জানান, ২২০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৭ হাজার টাকা) দামের ওই খাবার এভাবে পরিবেশনের একটি বিশেষ কারণ রয়েছে। তারা চান খাবার তৈরির শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে যাতে লোকজন আরও শিক্ষিত হয়ে ওঠে।
এই কথায় প্রশ্ন উঠতে পারে আইপ্যাডে খাবার দিয়ে কীভাবে মানুষকে শিক্ষিত করা যায়? এর উত্তরে রেস্টুরেন্টওয়ালাদের যুক্তি হচ্ছে- অনেকেই হয়ত জানেন না যে কুকুর নাক দিয়ে শুঁকেই মাটির নিচে মাশরুম অর্থাৎ ব্যাঙের ছাতার খোঁজ করে থাকে। অর্থাৎ আইপ্যাডের প্রযুক্তিকৌশল ওই খাবার খুঁজে বের করেছে?
রেস্টুরেন্টওয়ালাদের যুক্তি খুবই গোলমেলে ঠেকলেও বেশ দামি ওই খাবার খানেওয়ালার কমতি নেই সানফ্রান্সিস্কোতে।
সূত্র : মার্কারিনিউজ, এনবিটি