পপুলার২৪নিউজ ডেস্ক: বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে বলে মনে করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তাই খাদ্য সংরক্ষণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, ২০২৫ সালের মধ্যে দেশে খাদ্য গুদামের ধারনক্ষমতা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে।
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলেনায়তনে খাদ্য অধিদপ্তর আয়োজিত ‘ফুড স্টক এন্ড মার্কেট মনিটরিং সিস্টেম-মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রোজেক্ট’ বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমার খাদ্য উৎপাদনে বিশ্বে ৩য় স্থানে রয়েছি। আমাদের এখন ২০ লাখ মেট্রিক টন ধারণক্ষমতার খাদ্য গুদাম রয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যে সেটাকে ২৫ লাখ মেট্রিক টন এবং ২০২৫ সালের মধ্যে ৩৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতায় উন্নীত করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল পথে চলছে। তাই খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয়কে প্রযুক্তির আওতায় এনে নতুনভাবে ঢেলে সাজানো হবে।
ডিজিটালের আওতায় আনতে খাদ্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে দেশের সব স্তরের খাদ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হবে।
কামরুল ইসলাম বলেন, দেশের প্রতিটি খাদ্য গুদামকে অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে মনিটরিং করা হবে। খাদ্য বিতরণ পদ্ধতিকে অনলাইন মনিটরিংয়ের আওতায় আনা হবে।
মন্ত্রী এসময়সব ধরনের অনুষ্ঠান ইংরেজি বা অন্য ভাষায় সঞ্চালন না করে বাংলাতে সঞ্চালন করার জোর দাবি জানান। খাদ্যমন্ত্রী বলেন, দয়া করে এসব অনুষ্ঠানে আপনারা ইংরেজি চর্চা বন্ধ করুন।
তিনি বলেন, দেশের মধ্যে সব ধরনের অনুষ্ঠান বাংলাতে করা উচিত। কারণ ইংরেজিতে বললে অনেকে ভালোভাবে বুঝতে পারে না। বাংলা আমাদের মাতৃভাষা; আপনার বাংলাতে বক্তব্য দেবেন। দয়া করে ইংরেজি ভাষা চর্চা বন্ধ করুন। এটা বন্ধ করতে না পারলে এমন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবেন না।
অনুষ্ঠনে খাদ্য সচিব কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রোজেক্ট পরিচালক গাজিউর রহমান, বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার ম্যানিভেল সিনি প্রমুখ।