পপুলার২৪নিউজ ডেস্ক:
কক্সবাজারে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের নারীদের বোলিং তোপে উড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ১৩৬ রানে অলআউট হয়েও ১০ রানে জয় পেয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার নারীরা মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে।
সোমবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৪৯ ওভারে ১৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে শারমিন সুলতানা ২১, শারমিন আখতার ১৭, সানজিদা ইসলাম ১৬, রুমানা আহমেদ ২৮ এবং নিগার সুলতানা ২১ রান করেন।
১৩৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের নারী ক্রিকেটারদের বোলিং তোপে পড়েন সফরকারীরা। ১২৬ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকার নারীরা।
দক্ষিণ আফ্রিকা হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন লিজলে লি। এছাড়া ডেন ভেন নেইকার্ক ৪২ রানে অপরাজিত থাকেন। আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি।
বাংলাদেশের হয়ে খাদিজাতুল কোবরা ৪টি, জাহানারা আলম ও পান্না ঘোষ উভয়েই ২টি করে এবং সালমা খাতুন ১টি উইকেট লাভ করেন।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১- এ এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।