পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় কাউকে আটক করা না গেলেও ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক আমেরিকান কোল্ড রাইফেল, একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে লেমুছড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, লেমুছড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিনগত রাতে সেখানে অভিযান শুরু করা হয়।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে একটি আমেরিকান কোল্ড রাইফেল রাইফেল, একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি রাইফেলের ম্যাগজিন, একটি পিস্তলের ম্যাগজিন ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়েছিল সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসীরা ইউপিডিএফের সদস্য হতে পারে বলে জানান মেজর মোহাম্মদ মুজাহিদুল।