খাগড়াছড়িতে বিআরটিএ’র দালাল চক্রের এক সদস্য আটক 

আলমীর হোসেন, খাগড়াছড়ি:
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কেন্দ্রে অভিযান চালিয়ে বিআরটিএ’র দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে দুদক। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুদক’র সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, আবুল বাশার ও খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
লিখিত পরীক্ষার কেন্দ্র থেকে দালাল চক্রের সদস্য সোহেল চাকমাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করে দুদক। খাগড়াছড়ি বিআরটিএ কার্যালয়ে হয়রানির শিকার হওয়া গ্রাহকরা দুদক’র কাছে লাগামহীন দুর্নীতির অভিযোগ করে। বিধি মোতাবেক বিআরটিএ কর্তৃপক্ষের কাছে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ পাঠাবে বলে জানান দুদক কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধমানিকছড়িতে অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফয়ের চাউল বিতরন
পরবর্তী নিবন্ধশৈশব থেকেই জাপান নিয়ে মোহ কাজ করত: প্রধানমন্ত্রী