জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন।
নিহত মিঠুন চাকমা প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ির পানখাইয়াপাড়ার স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করা হচ্ছে। এ ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা যুগান্তরকে বলেন, ‘নব্য মুখোশ বাহিনীর (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্যরা মিঠুনকে অপহরণের পর হত্যা করে পালিয়ে যায়।’
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত বছরের ১৫ নভেম্বর পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ বিভক্ত হয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) নাম দিয়ে আত্মপ্রকাশ করে।
এর প্রতিক্রিয়ায় প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ সমর্থকরা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ রেখেছিল।