খাগড়াগড় বিস্ফোরণের প্রধান অভিযুক্ত বোরহান গ্রেফতার

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত বোরহান শেখকে (৩০) গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (‌এসটিএফ)।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার মুচিপাড়া থানা এলাকার বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১৪ সালে ২ অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণের পর গত তিন বছর ধরে বোরহান পলাতক ছিলেন।

তাকে ধরিয়ে দেয়ার জন্য তিন লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ভারতের প্রধান তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

এ ছাড়া আরও দুই অভিযুক্ত তালহা শেখ এবং কাউসারকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তবে তারা দুজনেই পলাতক রয়েছেন।

তবে কয়েকদিন আগেই নাসির ওরফে হাতকাটা নাসিরউল্লা ধরা পড়েছেন।

খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় ৩০ জন জড়িত বলে দাবি করে আসছে ভারতীয় পুলিশ। এদের অনেকেই বাংলাদেশে পালিয়ে গেছে বলে তারা বলছেন।

পলাতকদের গ্রেফতারে এনআইএ কর্মকর্তারা দুই দফায় ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে তথ্য বিনিময় করেন।

জানা গেছে, কলকাতা পুলিশের এসটিএফ কয়েক দিন আগে আসাম রাজ্য থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে পাঁচজনের নাম রয়েছে এনআইএর চার্জশিটে।

এরপর এসটিএফ বোরহানকে গ্রেফতার করার ঘটনাকে খাগড়াগড় মামলার বড় ধরনের অগ্রগতি মনে করা হচ্ছে।

তদন্তকারীরা মনে করছেন, খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় ১০ লাখ টাকা পুরস্কার ঘোষিত আরেক হোতা মাওলানা ইউসুফকে খুঁজে পেতে বোরহানের কাছ থেকে তথ্য পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় দুই কোচ খুন!
পরবর্তী নিবন্ধসোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা