নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে ক্রেডিট কার্ডের বকেয়া বিলের ওপর সুদ আরোপে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকগুলোকে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত সময়ের জন্য এই নির্দেশনা কার্যকর হবে।
এই সময়ে যারা নিয়মিত বিল দিতে পারবেন না, তাদের কাছ থেকে পরে কেবল অপরিশোধিত অংশ নিতে হবে।
ক্রেডিট কার্ডের বিল পরিশোধে দেরির জন্য ‘লেট ফি’ বা জরিমানা আদায়ের ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাংকগুলোর সুদ আদায়ের সুযোগ থেকেই গিয়েছিল।এবার সেই পথও বন্ধ করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ১৫ মার্চের পরের বকেয়ার জন্য কোনো ব্যাংক ইতোমধ্যে সুদ নিয়ে থাকলে তা ফেরত দিতে হবে।
বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, “করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যেসব ক্রেডিট কার্ডের বিল পরিশোধের শেষ তারিখ ১৫ মার্চ বা তার পরে সেসব কার্ডের বিল যথাসময়ে পরিশোধ না করলে কোনো ধরনের বিলম্ব ফি, দণ্ড সুদ বা অতিরিক্ত অন্য কোনো চার্জ বা ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও লক্ষ্য করা যাচ্ছে, কোনো-কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ডের বিলের উপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে যা গ্রহণযোগ্য নয়।
“ক্রেডিট কার্ডের বিলের উপর ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত দৈনিক বা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার নির্দেশ দেওয়া হল। ইতোমধ্যে যেসব ব্যাংক সুদ আদায় করেছে তা ফেরত বা সমন্বয়ের নির্দেশ দেওয়া হল।”
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, দেশের সব মানুষ এখন একটি কঠিন সময় পার করছে। এ সময়ে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে।
“কোনো-কোনো ব্যাংক ক্রেডিট কার্ডের বিলের উপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে- গণমাধ্যমে এ ধরনের রিপোর্ট আসার পর কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।”
প্রতিটি ব্যাংকের ক্রেডিট কার্ডে বিল পরিশোধের নির্দিষ্ট একটি সময়সীমা নির্ধারিত আছে। কোনো গ্রাহক ওই সময়ের মধ্যে ন্যূনতম বিল পরিশোধ না করলে তাকে নির্দিষ্ট অঙ্কের জরিমানা দিতে হয়। এছাড়া অপরিশোধিত বিলের ওপর নির্ধারিত হারে সুদ আরোপ করা হয়।
অন্যান্য সময়ের মতো এপ্রিলের প্রথম সপ্তাহে ক্রেডিট কার্ডের বিলের পরিমাণ এবং তা পরিশোধের শেষ তারিখ জানিয়ে ব্যাংকের এসএমএস পেয়ে অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান।
এ বিষয়ে অনুসন্ধান করে দেখা যায়, ‘লেট ফি’ বা জরিমানা ছাড় পাওয়ার এসএমএস পেয়েছেন ক্রেডিট কার্ড গ্রাহকরা। তবে নির্ধারিত তারিখে বিল পরিশোধ করতে না পারলে সুদ দিতে হবে কি না, সে বিষয় নিয়ে ধোঁয়াশায় ছিলেন অনেকে।