ক্রিকেটকে বিদায় জানালেন আজমল

পপুলার২৪নিউজ ডেস্ক:
সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন পাকিস্তানের অফ-স্পিনার সাঈদ আজমল। রাওয়ালপিন্ডিতে চলমান জাতীয় টি ২০ কাপ দিয়ে শেষ হবে তার ক্রিকেট অধ্যায়।

ফয়সালাবাদের হয়ে এই প্রতিযোগিতায় খেলছেন তিনি। টুর্নামেন্ট শেষে আগামী ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন আজমল।

উইজডেন ইন্ডিয়াকে সোমবার বিদায়ের আগাম ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘এই জাতীয় ইভেন্ট আমার শেষ টুর্নামেন্ট। আমি কোনো দলের বোঝা হতে চাই না।’

২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন আজমল। তবে সাবেক গ্রেট সাকলাইন মুশতাকের অধীনে পুনর্বাসন শেষে ফিরে আসেন তিনি। কিন্তু উইকেট শিকারে সেই আগের আজমলকে পাওয়া যায়নি।

হতাশা নিয়ে ৪০ বছর বয়সী এ স্পিনার বলেছেন, ‘শেষ পর্বটা ছিল হতাশাজনক। কিন্তু দলে (ঘরোয়া ক্রিকেট) আমার থাকার যোগ্যতা নিয়ে কেউ আঙুল তোলার আগেই আমি সরে যেতে চাই।’

২০০৮ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আজমলের। সব ধরনের ফরম্যাটে তিনি নেন ৪৪৭ উইকেট।

সর্বশেষ ওয়ানডে ও টি ২০ খেলেছেন বাংলাদেশের মাটিতে, ২০১৫ সালের এপ্রিলে। অবশ্য ক্রিকেট থেকে একেবারে সরে যাচ্ছেন না আজমল।

এই ডান-হাতি অফ-স্পিনার আগামী পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকবেন। ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধসোনার কারবারি সেই মোহাম্মদ আলীর বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধরৌমারীতে শিক্ষকের ভয়ে ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ