পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়া দুটি দাবানলে নিহতের সংখ্যা ২৫ ছাড়িয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
ভয়াবহ এ আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে এরই মধ্যে অঙ্গরাজ্যটির দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসির।এরই মধ্যে ভয়াবহ এ দাবানলে ৬ হাজার ৭০০ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
নিহতদের মধ্যে ১৪ জনকে পাওয়া গেছে দাবানলে পুড়ে যাওয়া প্যারাডাইস শহরের কয়েকটি গাড়ির ভেতর থেকে।
ভস্মীভূত হয়ে যাওয়া শহরটিতে এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় এ শহরটিতে গত বৃহস্পতিবার ক্যাম্প ফায়ার থেকে লাগা আগুন দাবানলে পরিণত হয়।
বাকি দুটি লাশ উদ্ধার করা হয় রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় অবকাশ কেন্দ্র মালিবু থেকে। গত শুক্রবার থেকে দক্ষিণাঞ্চলের ৭০ হাজার একর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে।
দমকল বাহিনীর কর্মীরা দিনরাত অগ্নিনির্বাপণে কাজ করে গেলেও প্রচণ্ড বাতাসের কারণে তা ব্যাহত হচ্ছে।