পপুলার২৪নিউজ ডেস্ক:
ইংল্যান্ড ট্যুরে ভারতীয় ক্রিকেটারদের বেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন বিজনেস টাইকুন ভিজে মালিয়া। তাকে একটি ম্যাচ আর লাল গালিচার অনুষ্ঠানে দেখা গেছে।
যদিও তিনি এই মুহূর্তে এক বিশাল প্রতারণা মামলায় জামিনে রয়েছেন। আরো অসংখ্য অভিযোগের পরও সম্প্রতি তাকে বিরাট কোহলির এক ডিনার পার্টিতে দেখা গেছে।পানীয় দুনিয়ার এক ঋণগ্রস্ত ব্যারন তিনি। ২০১৬ সালে ছিলে ১.৩ বিলিয়ন ডলারের সম্পদের মালিক। ওই সময়ই পালিয়ে যান ভারত থেকে। সম্প্রতি বিরাট কোহলির এক পার্টিতে আরো রথী-মহারথীদের সঙ্গে দেখা যায় তাকেও।
এক সময় ভিজে নিজেকে ‘ভালো সময়ের রাজা’ বলে ঘোষণা দেন। তার বিলাসী আর জাঁকজমকপূর্ণ জীবন চারদিকে আগ্রহ ছড়ায়। তার কক্ষে আড্ডা দেন শচীন টেন্ডুলকারের মতো ক্রীড়াবিদরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে খেলা দেখা অবস্থায় তার ছবি তুলেছেন এক ফটোগ্রাফার। তার উপস্থিতি যেন তাদের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যারা ক্রিকেট দুনিয়ায় এই প্রতারকের আনাগোনায় প্রায়ই ভ্রূ কুঞ্চিত করেন।
ওই ম্যাচের পর টুইটারে মালিয়া লিখেছেন, ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচে আমার উপস্থিতির উত্তেজনাপূর্ণ কাভারেজ করেছে মিডিয়া।
মালিয়ার বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে আদালতে হাজির করতে ব্যর্থ হয়েছে ভারত। ঋণদাতারাও ঋণ তুলতে ব্যর্থ হয়েছেন। কিন্তু ব্রিটেন থেকে ফিরে ৬১ বছর বয়সী এই ধনকুবের তার বিরুদ্ধে আনীত যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
ফর্মুলা ওয়ান টিম ফোর্স ইন্ডিয়ার মালিকানার অংশ রয়েছে ভিজে মালিয়ার। ভারত থেকে জামিন নিয়ে এপ্রিলেই লন্ডনে গ্রেপ্তার হন। গত মাসেই ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে আবারও অপরাধী হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে তিনি ৪০ মিলিয়ন ডলার তার তিন সন্তানের কাছে পাঠিয়ে দেন। তাকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৪ সালে ভারতের সর্বোচ্চ ধনীদের তালিকা থেকে বাদ পড়েন ভিজে। একের পর এক অভিযোগ আর আদালতের নির্দেশ অমান্য করার কারণে তালিকা থেকে পড়ে যান তিনি। সূত্র : এমিরেটস