কোহলির জন্য আটকে গেল ভারতের কোচ নির্বাচন!

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের জাতীয় ক্রিকেট দলের নতুন কোচের নাম ১০ জুলাই আবেদনকারীদের ইন্টারভিউ শেষে ঘোষণা করা হবে- এমনটাই বলা হয়েছিল দিন কয়েক আগে।  কোহলিকে নাকি কোচ নিয়ে মাথা কম ঘামানোর পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই কোহলিতে গিয়েই ঠেকল ভারতের জাতীয় দলের কোচ নির্বাচন। ! অ্যাডভাইজরি কমিটি কোনো সিদ্ধান্ত না দিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ থেকে কোহলির ফেরার অপেক্ষায় আছেন।

গতকাল সোমবার ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ঘোষণা করেছে যে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে আরও সময় লাগবে। কারণ এটি কোনো ক্ষণস্থায়ী সিদ্ধান্ত হবে না। অন্তত ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত এই কোচই বহাল থাকবেন। এছাড়াও বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফর সেরে ফেরার জন্য অপেক্ষা করছেন শচীন-সৌরভ-লক্ষণরা। অধিনায়কের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

গাঙ্গুলী বলেছেন, ‘কোহলি এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে। ও না ফেরা পর্যন্ত এই সিদ্ধান্তটা নেওযা যাচ্ছে না।  কোচের পদের জন্য যে কয়জনের ইন্টারভিউ আমরা নিয়েছি, তাদের প্রত্যেকেরই প্রশিক্ষণের একটা নির্দিষ্ট ধরন আছে। এই বিষয়টা কোহলিকে আগে বোঝাতে হবে।  চূড়ান্ত সিদ্ধান্তটা সম্পূর্ণ বিবেচনা করেই নেওয়া হবে। এর মধ্যে কোনো তাড়াহুড়া আমরা করতে চাইছি না। ‘

উল্লেখ্য, ভারতের জাতীয় দলের কোচের পদের জন্য লালাচাঁদ রাজপুত, বীরেন্দ্র শেবাগ, রিচার্ড পাইবাস, রবি শাস্ত্রী ও টম মুডির ইন্টারভিউ নেওয়া হয়েছে। গাঙ্গুলী আরও বলেছেন, ‘এটা দেখে ভালো লাগছে যে, কোচের পদের জন্য যারা ইন্টারভিউ দিয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের কাজের প্রতি একনিষ্ঠ এবং সমানভাবে উৎসাহী। ‘

পূর্ববর্তী নিবন্ধহিলারির ‘ক্ষতিকর’ তথ্য চেয়েছিলেন ট্রাম্পপুত্র
পরবর্তী নিবন্ধলাল মাংস হৃদরোগের জন্য উপকারীও হতে পারে!