কোহলিদের হারিয়ে রাজস্থানের টানা দ্বিতীয় জয়

 পপুলার২৪নিউজ ডেস্ক:

সাঞ্জু স্যামসনের ৪৫ বলে গড়া ৯২ রানের ইনিংসের কল্যাণে টানা দ্বিতীয় জয় পেল রাজস্থান রয়েলস। দিল্লির পর ব্যাঙ্গালুরকে পরাজিত করলো আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটি।

রোববার বিরাট কোহলিদের বিপক্ষে ১৯ রানের জয় পায় রাজস্থান।আইপিএলের চলমান ১১তম আসরে পরাজয় দিয়ে শুরু হয়েছিল রাজস্থানের। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে হেরে যাওয়া দলটি নিজেদের দ্বিতীয় এবং তৃতীয় খেলায় টানা জয় পেল।

রোববার টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে স্যামসনের ৯২ রানের সুবাদে ৪ উইকেটে ২১৭ রানের পাহাড় গড়ে রাজস্থান। টার্গেট তাড়া করতে নেমে বিরাট কোহলির ৫৭ এবং মন্দীপ সিংহের ৪৭ রানে ৬ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে আক্রমণাত্মক ব্যাটিং করেন আজিঙ্কা রাহানে। ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ‘ঝড়’ তুলে দেয়া রাজস্থানের এই অধিনায়ককে সাজঘরে ফেরান ক্রিস ওকস।

২০ বলে ৬ বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৩৬ রান করে ফেরেন রাজস্থানের এ ওপেনার। তার বিদায়ের খানিক ব্যবধানে ফেরেন অন্য ওপেনার আর্চি শর্টও। ১৭ বলে ১১ রান করে ফেরেন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন স্যামসন। ২৭ রানে স্টোকস ফিরে গেলে ফের বাটলারকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন তিনি। চতুর্থ উইকেটে বাটলারের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন স্যামসন।

২৩রান করে বাটলার ফিরে যাওয়ার পর ইনিংসের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান স্যামসন। তার ৪৫ বলে ১০ ছক্কা এবং ২টি বাউন্ডারির সাহায্যে গড়া ৯২ রানের ভর করে ৪ উইকেটে ২১৭ রান সংগ্রহ করে রাজস্থান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় ব্যাঙ্গালুরু। স্কোর বোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই সাজঘরে ফেরেন দলের তারকা ওপেনার ব্রান্ডন ম্যাককলাম।

দ্বিতীয় উইকেটে ডি ককের সঙ্গে ইনিংস মেরামত করেন বিরাট কোহলি। এই জুটিতে ৭৭ রান যোগ করে ফেরেন অন্য ওপেনার ডি কক। তার আগে ১৯ বলে ২৬ রান করে যান এই আফ্রিকান।

৩০ বলে ৫৭ রান করে গোপালের বলে বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। এরপর ১৮ বলে ২০ রান করে ফেরিন এবি ডি ভিলিয়ার্স। তার বিদায়ের পর মন্দীপ সিং এবং ওয়াশিংটন সুন্দর লড়াই চালিয়ে যান পঞ্চম উইকেটে তারা ৫৬ রানের জুটি গড়েন।

১৯ বলে তিন ছক্কায় ৩৫ রান করে ফেরেন ওয়াশিংটন। তার বিদায়ের পর একাই লড়াই চালিয়ে যান মন্দীপ। তার একার লড়াইয়ে দলের পরাজয়ের ব্যবধান করলেও হার এড়াতে পারেনি ব্যাঙ্গালুরু। ২৫ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন মন্দীপ সিং।

সংক্ষিপ্ত স্কোর

রাজস্থান: ২০ ওভারে ২১৭/৪ রান (স্যামসন ৯২, রাহানে ৩৫)।

ব্যাঙ্গালুরু: ২০ ওভারে ১৯৮/৬ (কোহলি ৫৭, মন্দীপ ৪৭*)।

ফল: রাজস্থান ১৯ রানে জয়ী।

ম্যাচ সেরা: সাঞ্জু স্যামসন (রাজস্থান)।

পূর্ববর্তী নিবন্ধরংপুর অঞ্চলের ২২ আসনে জয়ী হলেই ক্ষমতায় যাব : এরশাদ
পরবর্তী নিবন্ধগাজীপুর সিটি নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ