কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

পপুলার২৪নিউজ ডেস্ক:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মন্ত্রী জানান, ঢাকায় গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা। ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা।

অন্যদিকে খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা আর বকরির চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা। এছাড়া মহিষের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৫ টাকা।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রিমকোর্ট জাতিকে খাটো করেছে : বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধটয়লেট না বানানোয় স্বামীকে ডিভোর্স!