স্পোর্টস ডেস্ক:
করাচি ন্যাশনাল স্টেডিয়ামের উইকেট ব্যাটিংবান্ধব। সেখানেই প্রথমে ব্যাট করতে নেমে ১৭৫ রান করেছে স্বাগতিক করাচি কিংস। জবাব দিতে নেমে করাচি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে দাঁড়াতেই পারেনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটাররা। ৯ উইকেট হারিয়ে তারা থেমে গেছে ১১৯ রানে।
ফলে ৫৬ রানের বিশাল জয়ে পিএসএলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে করাচি। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তাদের। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স।
করাচি স্টেডিয়ামে টস জিতেছিলো করাচি কিংস। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ভালোই ঝোড়ো সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার ও টিম সেইফার্ট। ৬০ রানের জুটি গড়েন তারা দু’জন। ১৫ বলে ২৭ রান করে আউট হন সেইফার্ট। ২০ বলে ৩১ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
তবে ঝড় তোলেন জেমস ভিন্স। ৪৭ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ১টি। শেষ দিকে ইরফান খান ১৭ ও মোহাম্মদ নবি ১৮ রান নিলে করাচির স্কোর দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান।
জবাবে ৯ উইকেট হারিয়ে ১১৯ রানে থেমে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সর্বোচ্চ ৩৩ রান করেন সউদ শাকিল এবং ৩০ রান করেন মোহাম্মদ আমির। ১২ রান করেন কুশল মেন্ডিস। আর কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।
করাচির পেসার হাসান আলি নেন ৩ উইকেট। মোহাম্মদ নবি ৪ ওভারে ৭ রান দিয়ে নেন ২ উইকেট। আব্বাস আফ্রিদি নেন ২ উইকেট।