কোনো স্বৈরাচার বেশি দিন টিকতে পারে না : ফারুক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। পৃথিবীতে কোনো স্বৈরাচার বেশি দিন টিকে থাকতে পারে না।’

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সমসাময়িক রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সময় খুব কাছে। অহংকার করে, চিৎকার করে বলতে পারব— যারা আজ তারেক রহমানের সাথে রাজনীতি করছেন, যারা পাওয়ার পলিটিকসের কথা বলে তারেক রহমানকে খাটো করছেন। সময় আসবে, তারেক রহমান ক্যাবিনেট মিনিস্টার হবেন।’

ফারুক বলেন, ‘শেখ হাসিনা কিছুদিন পর ১৭ মার্চ আপনার পিতার জন্মদিন। ২৫ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কি করে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেয়ার প্রস্তাব আসতে পারে?’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার, কৃষকদলের সদস‌্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা এডিবির
পরবর্তী নিবন্ধ‘বিএনপির আগুন সন্ত্রাস ও আল জাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা’