কোনো শত্রু ইরানকে রুখতে পারবে না, ট্রাম্পকে খামেনী

পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে তেহরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকি নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী।

এছাড়া আগামী শুক্রবার ইরানের ১৯৭৯ সালের বিপ্লবের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ট্রাম্পের হুমকির জবাব দিতে ইরানীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার তেহরানে সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠককালে ‘শত্রুদের কেউ ইরানকে রুখতে পারবে না’ বলে মন্তব্য করেন খামেনী।

তিনি বলেন, ‘ট্রাম্প বলেছেন তাকে ভয় পেতে হবে। না! আগামী ১০ ফেব্রুয়ারি ইরানের জনগণ তার কথার জবাব দেবে এবং এ ধরনের হুমকির বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরবে।

ট্রাম্প প্রশাসন ইরানসহ সাতটি মুসলিম দেশের শরণার্থী ও নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে।

এর জবাব দেয়ার ঘোষণা দিয়ে মার্কিন নাগরিকদের ইরান ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর গত ২৯ জানুয়ারি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি।

ইরানের এমন আচরণে তীব্র প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইরানকে ‘আগুন নিয়ে খেলা’র বিষয়ে হুঁশিয়ার করেন।

পরে ইরানের রিপাবলিকান গার্ডসহ ১৩টি প্রতিষ্ঠান এবং কয়েকজন ব্যক্তির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে নতুন বিরোধকে কেন্দ্র করে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ ছয় পরাশক্তির চুক্তি ভেঙে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।
এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, ২০১৫ সালে বিশ্বশক্তিসমূহের সঙ্গে তেহরানের যে ঐতিহাসিক পরমাণু চুক্তি হয়েছে তা মধ্যপ্রাচ্যের বিরোধ মীমাংসার নকশা হিসেবে কাজ করবে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ভয়াবহ পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে এ চুক্তিকে ‘প্রতিবন্ধক’ বলে অভিহিত করেছেন। কিন্তু রুহানীর দাবি, এ ধরনের উচ্চ পর্যায়ের কয়েক ডজন সমঝোতা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বয়ে আনবে।

পূর্ববর্তী নিবন্ধদাম বেশি রাখায় তিন রেস্তোরাঁকে জরিমানা
পরবর্তী নিবন্ধগ্যাংয়ের বিরোধে প্রাণ যায় আদনানের: র‍্যাব