কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঐক্যের নামে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনী দক্ষ ও বিচক্ষণতার সঙ্গে কাজ করছে। সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে তারা তৈরি আছেন।

রোববার দুপুরে নওগাঁর পত্নীতলা থানার ৬তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

পরে তিনি থানা চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন। বিকেলে উপজেলা পাবলিক মাঠে উপজেলা আওয়ামী লীগের সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ আলম, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও রকিবুল আকতারসহ প্রমূখ। এ সময় পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে নারীকে হেনস্তা, ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ
পরবর্তী নিবন্ধধর্ষণ থেকে বাঁচতে এ কেমন উপায় বার করলেন রাখি?