কোটালীপাড়ায় শিক্ষকের বসতঘরে অগ্নিকান্ড

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকান্ডে এক শিক্ষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ ঘটনায় ওই শিক্ষক তার পরিবার পরিজন নিয়ে এখন খোলা আকাশের নীচে বসবাস করছে। মঙ্গলবার উপজেলার পিঞ্জুরী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ শিক্ষক মিরাজুল রহমান তালুকদার বলেন, মঙ্গলবার দুপুরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে বসতঘর, আসবাবপত্র ও ৩ শত মন ধান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। উল্লেখ্য, মিরাজুল রহমান তালুকদার পূর্ব পিঞ্জুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে স্বর্নের লোভ দেখিয়ে প্রতারনাকারী চক্রের দলনেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় রিপাবলিকান নেতাসহ গুলিবিদ্ধ ৫