কোটা সংস্কার আন্দোলনের নেতা মো. তারিক রহমানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করছে তার পরিবার। গত শনিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তারিকের বন্ধুরা জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা ৮টার দিকে তারিক ফকিরাপুলের একটি দোকানে কোটা সংস্কারের ব্যানার ও কিছু কাগজ প্রিন্ট করতে গিয়েছিলেন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনটিও বন্ধ।
তারিক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সেখান থেকে এমবিএ শেষ করে ঢাকায় এসে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
গত জানুয়ারিতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে শুরু থেকেই তারিক যুক্ত ছিলেন।
তিনি কোটা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক।
তারিকের মা শাহানা বেগম জানান, গত শনিবার বিকাল তিনটার দিকে তারিকের সঙ্গে পরিবারের সদস্যদের সর্বশেষ কথা হয়।
এরপর দুদিন ধরে ছেলের খোঁজ না পেয়ে রোববার রাতে শাহানা বেগম মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।
তবে ঘটনাস্থল ওই থানাধীন না হওয়ায় তার জিডি গ্রহন করা হয়নি বলে জানান শাহানা বেগম।