পপুলার২৪নিউজ ডেস্ক:
এশিয়ার ফুটবল ইতিহাসে মিসরীয় ফুটবলের বেশ নামডাক রয়েছে। ১৯৯০ সালের পর বিশ্বকাপের মূল আসরে ফের নাম লেখাতে তাদের ২৭ বছর সময় লেগে যায়।
রোববার রাতে আলেকজান্দ্রিয়ার বুর্জ আল আরব স্টেডিয়ামে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে তারা রাশিয়া বিশ্বকাপে নাম লেখাল।
মোহাম্মেদ সালাহের অসাধারণ নৈপুণ্যে জয় তুলে নেয় মিসর। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এক গোলসহ সালাহের দুই গোল ১৯৯০ সালের পর বিশ্বকাপ আসরের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল মিসরকে।
টান টান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ৬৬ মিনিটে মিসরকে এগিয়ে নিয়ে যায় সালাহ। কিন্তু শেষ মুহূর্তে ৮৮ মিনিটে এসে কঙ্গোর বদলি খেলোয়াড় আর্নল্ড গোল পরিশোধ করে খেলায় সমতা আনেন। এর পর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে সালাহের গোল মিসরকে নিয়ে যায় জয়ের বন্দরে।
বাছাই পর্বে নিজ গ্রুপের উগান্ডাকে পেছনে ফেলে ১২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে উঠল মিসর।