পপুলার২৪নিউজ ডেস্ক :
১১১ কোটি টাকার ঋণ আত্মসাত মামলায় কেয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক পাঠানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের নামে কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় খালেক পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার সকালে আব্দুল খালেক পাঠানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক।
মামলায় খালেকের মেয়ে ও কেয়া ইয়ার্নের চেয়ারম্যান খালেদা পারভীন, দুই পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।