পপুলার২৪নিউজ ডেস্ক:
রাজধানীর উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়েছে দুই সহকর্মী। এতে শিশুটি গুরুতর আহত হয়ে পড়ে।
শিশুটির নাম সূর্য নারায়ণ (১৫)। গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, শিশু সূর্য দক্ষিণ কেরানীগঞ্জের আলুকান্দা ইস্টার্ন জার এলাকায় ‘ইয়ার প্লাস্টিক’ কারখানায় কাজ করেন।
সোমবার বিকাল ৫টার দিকে বোতল ফোলানোর কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে ফিলিমন ও এলিশন নামের কারখানার দুই সহকর্মী সূর্যের পায়ুপথে বাতাস ঢুকায়।
এতে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরে রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, শিশুটির সহকর্মীরা জানিয়েছে দুষ্টুমির ছলে পায়ুপথে বাতাস ঢুকিয়েছে দুই সহকর্মী। এটি দুষ্টুমির ছলে হয়েছে নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।