কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন উমর আকমল

পপুলার২৪নিউজ ডেস্ক:

ব্যাটসম্যান উমর আকমল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন।

জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের চুক্তি থেকে বাদ পড়লেন তিনি।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ পারফরমেন্সের কারণে ফখর জামান, ফাহিম আশরাফ, হাসান আলী ও শাহদাব খানকে কেন্দ্রীয় চুক্তিতে স্থায়ী করে নিয়েছে বোর্ড।

চারটি ক্যাটাগরিতে এবার ৩৫ জনকে চুক্তিতে এনেছে পাক ক্রিকেট বোর্ড।

চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিভুক্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন: আজহার আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির।

‘বি’ ক্যাটাগরিভুক্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন: বাবর আজম, ইমাদ ওয়াসিম, আসাদ শফিক ও হাসান আলী।

‘সি’ ক্যাটাগরিভুক্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন: ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, হারিস সোহেল, সামি আসলাম, শান মাসুদ, সোহেল খান, ফখর জামান, জুনায়েদ খান, আহমেদ শাহজাদ, মোহাম্মাদ আব্বাস ও শাহদাব খান।

‘ডি’ ক্যাটাগরিভুক্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন: মোহাম্মদ নেওয়াজ, আসিফ জাকির, উসমান সালাউদ্দিন, আমির ইয়ামিন, উসমান সিনওয়ারি, ফাহিম আশরাফ, রুমান রইস, ইমামুল হক, বিলাল আসিফ, মির হামজা, উমর আমিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আসগর, মোহাম্মদ রিজওয়ান।

পূর্ববর্তী নিবন্ধখুলনায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসাগরে ডুবে যাচ্ছে জ্যান্ত হাতি! উদ্ধার চেষ্টা নৌবাহিনীর