কুষ্টিয়ায় ভ্যানচালক হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ায় দুই বছর আগে এক ভ্যানচালককে হত্যার দায়ে দুই যুবকের ফাঁসির রায় দিয়েছে আদালত।

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ তৌহিদুল ইসলাম আসামিদের উপস্থিতিতে সোমবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার স্বরুপদহের পানপাড়া গ্রামের সন্টু শেখ ও মাহিবুল ইসলাম।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান।

মামলার নথি থেকে জানা যায়, মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের ইনামুল মণ্ডলের কিশোর ছেলে ভ্যানচালক নিশান আলীকে ২০১৫ সালে হত্যা করা হয়।

ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয় বলে সেসময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এ ঘটনায় নিশানের বাবা বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করেন। সন্টুর বাড়িতে অভিযান চালিয়ে ২৮ জুলাই তাকে আটক করে পুলিশ ।

বিস্তারিত আসছে….

পূর্ববর্তী নিবন্ধঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য সতর্কবাণী প্রদানে বাংলাদেশ সাফল্য ৫৭তম