পপুলার২৪নিউজ ডেস্ক:
নিম্নচাপের প্রভাবে শনিবার থেকেই ঝরছে বৃষ্টি। মুখভার অবস্থা আরও খারাপ হল রোববার। সকাল থেকেই হালকা ও মুসলধারে বৃষ্টিতে বেশ খারাপ অবস্থা মাঠঘাটের।
এ অবস্থায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ নিয়ে উত্তেজনার বদলে পছন্দের দলের বাদপড়া নিয়ে চলছে আলোচনা।
ম্যাচে বৃষ্টি বাগড়ায় কপাল পুড়বে মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্সের। বাইলজের নিয়মানুযায়ী, কেবল ফাইনালে রিজার্ভ ডে আছে।
সেক্ষেত্রে ম্যাচটি বাতিল হলে লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার সুবাদে কুমিল্লা ফাইনালে চলে যাবে। কারণ পয়েন্ট টেবিলে হেড টু হেড লড়াই, রানরেট- সব সমীকরণেই এগিয়ে কুমিল্লা।
অবশ্য বৃষ্টির কারণে ম্যাচটি যদি কার্টেল ওভারে গড়ায় তবুও রংপুর অন্তত খেলার সুযোগ পাবে। যদিও কার্টেল ওভারের সমীকরণ বেশ কঠিন।
অবশ্য লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলের সঙ্গে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কোয়ালিফায়ার ম্যাচগুলোতে রিজার্ভ ডে নতুন করে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। কিন্তু এতে কুমিল্লা রাজি হয়নি।
এখন দেখার বিষয় ভাগ্য মাশরাফিকে ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় বিপিএলের ফাইনালে ঢাকার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় কিনা।