কিশোরীর শরীরে সাপের চামড়া!

পপুলার২৪নিউজ ডেস্ক:

মেয়েটির বয়স ১৬। এক বিরল রোগের শিকার এই কিশোরী। তার পুরো শরীরে রয়েছে সাপের মতো চামড়া। প্রতি ৬ সপ্তাহ অন্তর চামড়া উঠে গিয়ে আবার নতুন চামড়া গজায়।

মেয়েটির নাম শালিনী যাদব। ভারতের মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় তার বাড়ি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী,  শালিনীর এই রোগের নাম এরিথ্রোডার্মা। কেউ কেউ একে রেডম্যান সিনড্রোমও বলেন। এমন আশ্চর্য অসুখে আক্রান্ত শালিনীকে দেখলে আশপাশের মানুষ সহমর্মিতা না দেখিয়ে ভয়ে সরে যান।

দিনের প্রতি ঘণ্টায় চামড়ার পরিচর্যা করতে হয়। স্নান করতে হয় সাবান দিয়ে। মাখতে হয় ক্রিম। শুধু তাই নয়, লাঠি ছাড়া হাঁটতেও পারে না এই কিশোরী।  তার সেই যন্ত্রণাকে না বুঝে দূরে সরে থাকতে চান প্রতিবেশিরা।

শালিনীর এই রোগ সম্পর্কে চিকিৎসকদের ভাষ্য- এই রোগের চিকিৎসা আছে।  তবে তা বেশ ব্যয়বহুল।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত
পরবর্তী নিবন্ধপিকনিক করতে গিয়ে সাগরের পানিতে ডুবে ১২ জনের মৃত্যু