বিনোদন ডেস্ক;
কাশ্মীরের পহেলগাম হামলায় স্তম্ভিত পুরো ভারত। এমন নিন্দনীয় কর্মকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন সবাই। এবার পহেলগাম নিয়ে মুখ খুললেন বলিউডের তুমুল জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এ গায়িকা।
শ্রেয়া তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পহেলগামের কথা না ভেবে পারছি না। ওটাই মাথায় ঘুরছে। ভয়ঙ্কর কাণ্ডের পর ওখানকার শান্ত পরিবেশ আমাকে ভাবাচ্ছে। ওদের পরিবারের কথা ভাবছি, যাদের জীবনটা আর কখনোই আগের মতো হবে না। এত সুন্দর, শান্তিপূর্ণ জায়গায় এতগুলো প্রাণ শেষ! আমার মন ভেঙে গেছে।’ তিনি আরও লেখেন, ‘যাদের সঙ্গে হিংসার কোনো যোগাযোগ নেই, তারাই ভিকটিম হলো। এটা দেশের আত্মায় আঘাত।’
মঙ্গলবার (২২ এপ্রিল) জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ খ্যাত কাশ্মীর। এতে ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পর্যন্ত পুরো ঘটনায় স্তম্ভিত। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে কাশ্মীরে সাধারণ নাগরিক বা পর্যটকদের ওপর এত ভয়াবহ হামলা হয়নি। নিন্দার কোনো ভাষা নেই।’
বৈসরণ উপত্যকায় যেভাবে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে শুধু হিন্দু নাগরিকদের হত্যা করা হয়েছে, তাতে ক্ষোভের আগুনে জ্বলছে ভারতে। এ ঘটনায় সরব হয়েছেন দেশটির শোবিজের শীর্ষ তারকারা। সালমান খান, শাহরুখ খান, সঞ্জয় দত্ত থেকে শ্রীজিত মুখোপাধ্যায়, অঙ্কুশ, মিমিসহ অনেকেই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। সঞ্জয় দত্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘ওরা ঠান্ডা মাথায় খুন করেছেন। এটা ক্ষমার অযোগ্য। ওই জঙ্গিদের জানা উচিত যে আমরা চুপ করে থাকব না।’