রাতের আঁধারে গোপালগঞ্জের কাশিয়ানীতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) হুসাইন মোহাম্মদ রায়হানের বাসভবনে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার রাত সাড়ে ৯ টার দিকে কাশিয়ানী বাজারে পুলিশ কর্মকর্তার বাসা লক্ষ্য এই গুলির ঘটনা ঘটে।
গুলিটি জানালা ভেঙে ভেতরে একটি এলইডি টেলিভিশন ভেদ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিনিয়র সহকারী পুলিশ সুপার ওই এলাকার সেলিম মৃধার বাড়িতে ভাড়া থাকেন।
কাশিয়ানী ও মুকসুদপুর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কালের কণ্ঠকে জানান, গত কয়েকদিন ধরে তাকে কেউ অনুসরণ করছিল বলে মনে হচ্ছিল তাঁর। রাতে জানালার কাছে কখনো কখনো লোকজনের অস্তিত্ব ও ফিসফাস শব্দ পাচ্ছিলেন তিনি। রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কেবলমাত্র বাসায় ঢুকছিলেন তিনি। এ সময় এক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। তখন দৌড়ে তিনি ঘরে ঢুকে পড়েন। গুলিটি ড্রয়িংরুম লক্ষ্য করে ছোড়া হয়েছিল। যেখানে ওয়ালে টেলিভিশন রাখা হয়েছে তার কাছেই এসে গুলিটি বিদ্ধ হয়।
পরে গুলিটি স্লিপ করে টেলিভিশনে লাগলে টেলিভিশনটি ছিদ্র হয়ে নষ্ট যায়। এ সময় চিৎকার করলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।হুসাইন মোহাম্মদ রায়হান আরো জানান, গত ১৯ ডিসেম্বর সকালে কাশিয়ানীর শীর্ষ সন্ত্রাসী সনেট ওরফে পিস্তল সনেটকে তাঁর নেতৃত্বে গ্রেপ্তার করে কাশিয়ানী থানা পুলিশ। ওই দিন গভীর রাতে সনেটকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে কাশিয়ানীর চাপতা বালুর মাঠ এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়। এ সময় সন্ত্রাসী সনেট হাঁটুতে গুলিবিদ্ধ হন। সেখান থেকে পুলিশ দুই রাইন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সনেটের লোকজনই প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর হোসেন জানান, এ ব্যাপারে একটি জিডি হয়েছে। ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।