গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আশরাফুজ্জামান বাবু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়ীতে তার মৃত্যু হয়।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকদিন আগে শ্বাস কষ্ট, সর্দিসহ করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়ীতে আসেন।
পরে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার নেয়ার জন্য গেলেও চিকিৎসা না পেয়ে তিনি বাড়ীতে ফিরে আসেন। এরপর সন্ধ্যার দিকে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকায় একটি কোম্পানীতে চাকুরী করতেন।
ইউএনও আরো জানান, মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মরদেহ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রক্রিয়া শুরু করেছেন।