কালো ঠোঁট গোলাপী হবে যেভাবে

পপুলার২৪নিউজ ডেস্ক:
10অনেকের মুখের তুলনায় ঠোঁট খুব কালো দেখায়। আধুনিক জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস এবং বিশেষ কিছু ওষুধ সেবনের কারণে ঠোঁট কালো হয়ে যায়। ঠোঁটের স্বাভাবিক রং হারানোর ফলে আপনার চেহারায়ও এর প্রভাব পড়ে। আপনি হারিয়ে ফেলেন সৌন্দর্য।

বিশেষজ্ঞদের মতে, অত্যাধিক ধুমপান, অতিরিক্ত চা/কফি পান, অতিরিক্ত লিপস্টিক বা কমদামের লিপস্টিক ব্যবহার, রোদে পোড়া ও ঠোঁটে আদ্রতার অভাব হলে ঠোঁট কালো দেখায়।

তবে কিছু নিয়ম মানলে আপনি ঠোঁট কালো হওয়া থেকে বাঁচতে পারেন। নিম্নে তা আলোচনা করা হলো :

* আপনার যদি ঘন ঘন ধূমপানের অভ্যাস থাকে, তাহলে প্রথমে তা পরিহার করুন।

* ভিটামিন C যুক্ত খাবার খেতে খান। কারণ ভিটামিন C দেহে মেলানিনের উৎপাদন কমায়।

* ঠোঁটে যাদের কালো দাগ রয়েছে তারা কখনই খুব গরম খাবার খাবেন না। কারণ অতিরিক্ত তাপ কালো দাগকে বাড়িয়ে দেয়।

* প্রতিদিন দুধ পান করুন। দুধের ল্যাকটিক অ্যাসিড কালো দাগ দূর করতে বিশেষভাবে কার্যকরী।

* দিনে দুইবারের বেশি চা-কফি খাওয়া থেকে বিরত থাকুন।

* লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগান। এছাড়া ধনেপাতার রসও ঠোঁটের কালোভাব দূর করতে সাহায্য করে।

* বিটের রস ও কাঁচা দুধ সমপরিমাণ মিশিয়ে লাগালে ঠোঁটের কালো দাগ ও মরা কোষ তুলতে সাহায্য করে।

* প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, যা ঠোঁটকে আদ্র রাখতে সাহায্য করবে এবং আপনাকে সুস্থ্য রাখবে।

* রাতে ঘুমানোর আগে ঠোঁটে মাখন ব্যবহার করতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে বস্তিতে আগ্নিকান্ড
পরবর্তী নিবন্ধসাড়ে ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলছে